নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারি » নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
বুধবার, ১২ জুলাই ২০২৩



নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

জেলায় আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মদনপুরের কেওঢালা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল উল্টে দুইআরোহী নিহত হয়েছেন।
নিহত দু’জন হলেন- আমানউল্লাহ আমান (৩৫) ও শিশির মিয়া (২৮)।
আজ বুধবার বিকাল সাড়ে তিনটায় মোটরসাইকেলে যোগে জেলার মদনপুর থেকে জাঙ্গাল যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমানুল্লাহ আমান পূর্ব কেওঢালা এলাকার মৃত মোদাচ্ছের মিয়ার ছেলে এবং নিহত শিশির মিয়া জাঙ্গাল এলাকার আমিনুল মিয়ার ছেলে। তরা সম্পর্কে আপন মামাতো-ফুপাতো ভাই।
কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর ইব্রাহীম মিয়া জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল উল্টে যায়। এতে মোটর সাইকেলের আরোহী আমানউল্লাহ আমান ও শিশির মিয়া মারা গেছেন। ঘটনাস্থলেই তারা দু’জন নিহত হন।
তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৫৬:৩১   ১০৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার



আর্কাইভ