করোনায় আরও ৮৭ জন আক্রান্ত

প্রথম পাতা » ছবি গ্যালারি » করোনায় আরও ৮৭ জন আক্রান্ত
শুক্রবার, ৭ জুলাই ২০২৩



করোনায় আরও ৮৭ জন আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫১ জনের নমুনা পরীক্ষায় ৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৮৭৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৩৫ জনের। সংক্রমণ বেড়েছে ১ দশমিক ৬১ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৪ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৫ দশমিক ৬১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ৯২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৬২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।
করোনা আক্রান্ত হয়ে আজ কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ৬ হাজার ৭৪৪ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৭ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৭ শতাংশ।

বাংলাদেশ সময়: ২০:৫৮:০৬   ৮২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সরকারের উদ্যোগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি উদ্ধারে উদ্যোগ নেয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা
বিশ্বমানের শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষা উপদেষ্টা
অ্যাপোলো ১৩-এর নায়ক জিম লাভেল আর নেই
নবাগতদের জ্বলে ওঠার দিনে ম্যানসিটি-আর্সেনালের জয়



আর্কাইভ