বিএনপির হাত ধরেই এসেছে সব ইতিবাচক পরিবর্তন : মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিএনপির হাত ধরেই এসেছে সব ইতিবাচক পরিবর্তন : মির্জা ফখরুল
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫



বিএনপির হাত ধরেই এসেছে সব ইতিবাচক পরিবর্তন : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির হাত ধরেই দেশের সকল ইতিবাচক পরিবর্তন এসেছে। ভবিষ্যতে দলের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আরও পরিবর্তন আসবে।

সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দলের নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু আন্দোলন থেকে সরে যাননি।

এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আজ একদিকে আনন্দের দিন, অন্যদিকে দুঃখের। বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে যাননি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হতে হবে। বিএনপির হাত ধরেই ৩১ দফা বাস্তবায়নসহ সকল ইতিবাচক পরিবর্তন হবে।

বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৩৮   ৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ী ৬ শিক্ষার্থীর সাক্ষাৎ
প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসারে জোর দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
রাজধানীতে ডলার জালিয়াতি চক্রের মূল হোতা গ্রেফতার
বিএনপির হাত ধরেই এসেছে সব ইতিবাচক পরিবর্তন : মির্জা ফখরুল
ডাকসু নির্বাচনে কোনো সংশ্লিষ্টতা নেই : সেনাসদর



আর্কাইভ