বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

‘গোবিন্দ শুধু আমার’ বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন স্ত্রী সুনীতা

প্রথম পাতা » ছবি গ্যালারি » ‘গোবিন্দ শুধু আমার’ বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন স্ত্রী সুনীতা
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



‘গোবিন্দ শুধু আমার’ বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন স্ত্রী সুনীতা

বলিউড অভিনেতা গোবিন্দা এবং তার স্ত্রী সুনীতা আহুজার মধ্যে বিবাহবিচ্ছেদের গুঞ্জন বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে। তবে তার মাঝেই বুধবার (২৭ আগস্ট) দু’জনেই খুব জাঁকজমকের সঙ্গে তাদের বাড়িতে একসাথে দেখা গেছে।

তারা দুজনে পাপারাৎজিদের সামনে একসঙ্গে হেসে পোজও দিয়েছেন। সেখানে সুনীতা দাবি করেন যে, তারা কখনও আলাদা হতে পারবেন না। তবে, গোবিন্দর আইনজীবী ললিত বিন্দাল নিজেই নিশ্চিত করেছিলেন যে সুনীতা বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।

সুনীতা আহুজা এএনআই-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যদি কিছু ঘটত, তাহলে আজ আমরা এতো কাছে আসতাম না। আমাদের মধ্যে অবশ্যই কিছু দূরত্ব থাকত। কেউ আমাদের আলাদা করতে পারবে না, এমনকি স্বয়ং ঈশ্বরও উপর থেকে এলেও না। আমার গোবিন্দাশুধু আমার, অন্য কারোর নয়। আমরা নিজেরা কিছু না বলা পর্যন্ত দয়া করে এই নিয়ে আলোচনা করবেন না।’

অন্যদিকে, ২০২৫ সালের আগস্টে বিবিসিকে দেয়া এক বিবৃতিতে গোবিন্দার আইনজীবী ললিত বিন্দাল স্পষ্ট ভাবে বলেছিলেন, ‘গত বছরের ডিসেম্বরে বিভিন্ন ধারায় গোবিন্দর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা আহুজা। তবে, সবকিছু ঠিক আছে। দু’জনেই একটি সমঝোতায় আসতে চলেছেন। সুনীতা গোবিন্দর কাছ থেকে বিবাহবিচ্ছেদের জন্য যে কারণই দাবি করুক না কেন, এখন এই সমস্যা সমাধানের পথে।’

বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের খবরের প্রতিক্রিয়ায় তাদের মেয়ে টিনা আহুজা হিন্দুস্তান টাইমসকে স্পষ্ট ভাবে জানিয়েছিলেন যে, এগুলি কেবল গুঞ্জন। তিনি বলেছিলেন যে, তিনি এই ধরনের বিষয়গুলোকে গুরুত্ব সহকারে নেন না কারণ এটা তার কাছে গুঞ্জন ছাড়া আর কিছুই নয়। টিনা আরও বলেছিলেন যে, তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন যে তিনি এত ভালোবাসায় ভরা একটি পরিবার পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩:০৩:৩৩   ৬ বার পঠিত