বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘ফজলুর রহমানের বক্তব্যে দল বিব্রত হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তার সদস্যপদ স্থগিত করা হয়েছে।’
বুধবার (২৭ আগস্ট) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সমাবেশটি আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, ‘যে যত বড় নেতাই হোক না কেন, দলের বাইরে গিয়ে ব্যক্তিগত অবস্থান বা বক্তব্যের দায়ভার দল নেবে না।’
প্রিন্স আরও বলেন, ‘ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা, ত্যাগী ও সংগ্রামী মানুষ। আমরা তাকে সম্মান করি। তবে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেটি একান্তই তার ব্যক্তিগত মত। দলীয় রাজনীতিতে ব্যক্তিগত অবস্থান প্রকাশ্যে আনা যায় না।’
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিএনপির সঙ্গে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের আনুষ্ঠানিক পথচলা শুরু হয় ২০০৭ সালে। পরে ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর সংগঠনটি দলের স্বীকৃতি পায়। এরপর থেকে তারা মানববন্ধন, পদযাত্রা, আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন।
সৈয়দ এমরান সালেহ আরও বলেন, ‘গত কয়েক বছরে ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়ন, মামলা ও কারা বরণের শিকার হয়েছেন সংগঠনের বহু নেতাকর্মী। তারপরও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী থেকে তারা দলের উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী কাজ করে আসছেন।’
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদগে।
এ সময় আরও উপস্থিত ছিলেন: বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমাজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, সংগঠনের ভাইস চেয়ারম্যান সুভাস চন্দ্র বর্মণ, সহসভাপতি ড. অঞ্জন কুমার চিছাম, সাংগঠনিক সম্পাদক অ্ডযাভোকেট জন জেত্রা, আইনবিষয়ক সম্পাদক বিপুল হাজং, বাংলাদেশ জাতীয় হদি সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সিংহসহ নেতাকর্মীরা।
উল্লেখ্য, আগামী ৩০ আগস্ট বিকেল ২টায় ময়মনসিংহ টাউন হলে সমতল অঞ্চলের ১২ জেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আরও উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং চেয়ারপারসনের উপদেষ্টা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকার।
বাংলাদেশ সময়: ১৫:০৫:৫২ ৮ বার পঠিত