
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ‘বাংলাদেশিদের হৃদয় পরিষ্কার করা’ মন্তব্যের জবাব বাংলাদেশ সরকার এড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
সোমবার (২৫ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, সম্প্রতি ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তিনি দাবি করেছেন দুইবার নাকি ক্ষমা চাওয়ার প্রশ্ন মীমাংসিত হয়েছে। তবে বাংলাদেশিদের কাছে এ বিষয়ে কোনো পরিষ্কার তথ্য নেই। তিনি ঢাকায় বসে বাংলাদেশিদের হৃদয় পরিষ্কার করার যে কথা বলেছেন, সেটি দুর্ভাগ্যজনক। এ কথার সঠিক যে প্রতিউত্তর দেওয়ার কথা ছিল সেটি আমাদের সরকারের যারা সেখানে ছিলেন তারা এড়িয়ে গেছেন।
সরকারের নীরবতার সমালোচনা করে সাইফুল হক বলেন, সরকার বা উপদেষ্টা পর্যায় থেকে এ ধরনের মন্তব্যের প্রয়োজনীয় জবাব দেওয়া হয়নি। পাকিস্তানের উচিত ছিল নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা এবং মুক্তিযুদ্ধের ন্যায়বিচারের জন্য আন্তরিক ভূমিকা নেওয়া।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মর্যাদা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো অনৈতিক চাপ বা হুমকিকে কখনোই মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে যেকোনো সরকারও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, তবে জাতীয় স্বার্থের ঊর্ধ্বে কোনো আপস হবে না।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তান এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেনি। তারা ইনিয়ে-বিনিয়ে নানা কথা বলার চেষ্টা করেছে। ৫৩-৫৪ বছর পার হলেও পাকিস্তান কেবল পরোক্ষভাবে বিভিন্ন মন্তব্য করেছে বলে মনে করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭:০২:২১ ৩ বার পঠিত