জামালপুরে আসামি ছিনতাই মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারি » জামালপুরে আসামি ছিনতাই মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫



জামালপুরে আসামি ছিনতাই মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপি নেতা আবু সাইদ(৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার(১৯ আগস্ট) সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ।

গ্রেফতারকৃত আবু সাঈদ চর পাকেরদহ পশ্চিম পাড়া গ্রামের আলহাজ্ব নুরুল ইসলামের ছেলে এবং
চর পাকেরদহ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

মামলার বরাতে জানা গেছে, গত শনিবার(১৬ আগষ্ট) রাতে চর পাকেরদহ গ্রামের মাদক ব্যবসায়ী নাসির ওরফে চিকুকে ৩৩ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। এসময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদের নেতৃত্বে পুলিশের ওপর হামলা করে আসামি নাসিরকে ছিনিয়ে নেয় তারা। এসময় হামলায় আহত হন এএসআই মুজিবুর রহমান ও নাইমুর রহমান।

পরে এঘটনায় এসআই হাসিব আল মাহফুজ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ৮ জনকে এজাহারনামীয় এবং ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে আবু সাইদসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ জানান, ভিডিও ফুটেজ দেখে হামলার মূল হোতাদের চিহ্নিত করে বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪৭:৪৯   ৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
এশিয়া কাপে চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার গ্রুপে বাংলাদেশ
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
জামালপুরে আসামি ছিনতাই মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার



আর্কাইভ