
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হওয়া কুমিল্লার কিশোর মাহতাব রহমান ভূঁইয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল।
রোববার (২৭ জুলাই) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের বাড়িতে যান বিমান বাহিনীর প্রতিনিধি দলের সদস্যরা।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উইং কমান্ডার মো. আতিক হাসান (পিএসসি)।
এ সময় তারা মাহতাব রহমান ভূঁইয়ার পারিবারিক কবরস্থানে যান এবং সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন। মাহতাবের পরিবারের সঙ্গে সময় কাটান এবং তাদের প্রতি সমবেদনা জানান।
উইং কমান্ডার আতিক হাসান বলেন, বাংলাদেশ বিমান বাহিনী এবং বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে আমরা গভীরভাবে শোকাহত। প্রয়াত মাহতাবের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যেসব শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি।
তিনি আরও জানান, মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। নিহত ও আহতদের পরিবারকে যে ধরনের সহায়তা দেয়া হচ্ছে, তা আইএসপিআর-এর মাধ্যমে জানানো হবে।
মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভূঁইয়া বলেন, আমার ছেলের জন্য সারা দেশের মানুষ দোয়া করেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি চাই, আমার সন্তান যেন শহীদের মর্যাদা পায়—এই প্রার্থনাই করি।
উল্লেখ, গত ২১ জুলাই (সোমবার) রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস শেষ হওয়ার আগমুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বহু শিক্ষক-শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়া (১৩)। চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই দুপুর ১টা ৫০ মিনিটে মাহতাব শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঐ রাতেই তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বাংলাদেশ সময়: ১৭:০৯:৪৮ ২ বার পঠিত