সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ আক্তার হোসেন নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহীনুর আলম। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জের এম ডব্লিউ স্কুল গেটের সামনে থেকে আটক করা হয়।
আটককৃত আক্তার হোসেন ওরফে কানা আক্তার (৪৮) হলেন ওই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে এম ডব্লিউ স্কুলের সামনে পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। তথ্য যাচাই করে পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে ২৫ জুলাই গতকাল রাতে অভিযান চালায়। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে সেই ব্যাক্তি পালানোর চেষ্টার করে। আমরা আটক করে তার দেহ তল্লাশী করে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদকদ্রব্য বিক্রির জন্য নিজের কাছে রেখেছিলেঅ বলে স্বীকার করে। তাকে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর টেবিল ১০ (ক) ধারার মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৩৪:৩৫ ৯ বার পঠিত