বেলকুচি সুবর্ণসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ উপলক্ষে ছাত্র ছাত্রীদের পূর্ণমিলনী

প্রথম পাতা » ছবি গ্যালারি » বেলকুচি সুবর্ণসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ উপলক্ষে ছাত্র ছাত্রীদের পূর্ণমিলনী
শুক্রবার, ৩০ জুন ২০২৩



বেলকুচি সুবর্ণসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ উপলক্ষে ছাত্র ছাত্রীদের পূর্ণমিলনী

সিরাজগঞ্জ প্রতিনিধি : ” স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রানের বন্ধনে” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী সুবর্নসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রাক্তন ছাত্র ছাত্রী ও শিক্ষকদের নিয়ে মহা দুমদামের সহিত আতসবাজি ফাটিয়ে সেই সাথে ঢাক ঢোল বাজিয়ে শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শুক্রবার ৩০শে জুন সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠানে স্কুলের শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক খায়রুল বাসার জিপ্পুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বনানী থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা মীর মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক হাসান খসরু সরকার, বিশিষ্ট সমাজ সেবক গোলাম আজম মন্ডল, সাবেক কাউন্সিলর আলহাজ্ব আব্দুস সোবাহান মন্ডল, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সবুর দিলীপ, মন্ডল গ্রুপের জিএম আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকার, প্রোসপেক্ট সোর্সিং বিডির চেয়ারম্যান নিশাত সরকার, শাহিন স্কুল এ্যান্ড কলেজ বরিশাল শাখার পরিচালক আরিফুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর সভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুল আজাদ তারেক সরকার, সুবর্ণসাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আতিকুল আমিন রিজন ও আক্তারুল ইসলাম ট্রফি।
ধন্যবাদান্তে শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব আলহাজ্ব আব্দুল বদিউজ্জামান মন্ডল।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক গানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২০:১২:২৫   ২২৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার



আর্কাইভ