মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অনুদান দিলো জিপিএইচ ইস্পাত

প্রথম পাতা » অর্থনীতি » বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অনুদান দিলো জিপিএইচ ইস্পাত
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫



বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অনুদান দিলো জিপিএইচ ইস্পাত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত শিল্প শ্রমিকদের কল্যাণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিলে অনুদান প্রদান করেছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অর্থ প্রদান করে প্রতিষ্ঠানটি।

কোম্পানির ওয়ার্কারস প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) থেকে এই অর্থ শ্রমিক কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে।

রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানটিতে চেক গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

জিপিএইচ ইস্পাত-এর পক্ষে অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান, চিফ পিপল অফিসার শারমিন সুলতান ও গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) এইচ এম আশরাফ-উজ-জামান।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৫৩   ৯ বার পঠিত