জাতীয় নির্বাচনের সময়কাল নিয়ে কোনো কথা আমরা বলিনি: নাহিদ

প্রথম পাতা » ছবি গ্যালারি » জাতীয় নির্বাচনের সময়কাল নিয়ে কোনো কথা আমরা বলিনি: নাহিদ
সোমবার, ৭ জুলাই ২০২৫



জাতীয় নির্বাচনের সময়কাল নিয়ে কোনো কথা আমরা বলিনি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের সময়কাল নিয়ে কোনো কথা আমরা বলিনি। আমাদের চাওয়া বিচার ও সংস্কার করে নির্বাচন হতে হবে।

সোমবার (৭ জুলাই) বেলা ১১ টায় রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ৩ আগস্ট এনসিপি ইশতেহার ঘোষণা করবে। তার আগে সরকার জুলাই সনদ ঘোষণা করুক, এটা আমাদের চাওয়া। তা বাস্তবায়ন না হলে রাজপথে নামা হবে।

একই সময় এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, আবেগের কথা বলে এই অভ্যুত্থানকে যেভাবে অবমূল্যায়ন করা হচ্ছে, খারিজ করে দেয়া হচ্ছে, ফ্যাসিবাদের বিরুদ্ধের লড়াইকে মবতন্ত্র বলা হচ্ছে, যারা বিপ্লব করেছে তাদের হত্যার গ্রাউন্ড তৈরি করা হচ্ছে, মিডিয়া দিয়ে ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করছে, এসব কারণে অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন। স্বীকৃতির জন্য ৩ আগস্ট আবারো মানুষ ঢাকায় আসবে।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র আজ সপ্তম দিন। এরইমধ্যে ১৩ জেলা শেষ করে আজ রাজশাহী থেকে রওয়ানা হয়ে বানেশ্বর, পুঠিয়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনায় পদযাত্রা ও পথ সভা করবে দলটি।

বাংলাদেশ সময়: ১৪:৩৬:৩৫   ৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ: ইউএনএফপিএ
রাজধানীতে ‘শহীদ আনাস সড়ক’ ও ‘শহীদ জুনায়েদ চত্বর’ উদ্বোধন করলেন স্থানীয় সরকার উপদেষ্টা
জামালপুরে যুবদল নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচার’ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক
ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০ বছর মেয়াদি স্ট্রাটেজিক প্ল্যান প্রণয়ন করা হবে



আর্কাইভ