সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ৩টি অগ্রাধিকার ভিত্তিক ক্ষেত্র নির্ধারণ করেছে সরকার : বিডা প্রধান

প্রথম পাতা » ছবি গ্যালারি » সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ৩টি অগ্রাধিকার ভিত্তিক ক্ষেত্র নির্ধারণ করেছে সরকার : বিডা প্রধান
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫



সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ৩টি অগ্রাধিকার ভিত্তিক ক্ষেত্র নির্ধারণ করেছে সরকার : বিডা প্রধান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনায় ২০২৫ সালের ১ জানুয়ারি গঠিত ন্যাশনাল সেমিকন্ডাক্টর টাস্কফোর্স সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশের জন্য ৩টি অগ্রাধিকার ভিত্তিক ক্ষেত্র নির্ধারণ করেছে।

এই তিনটি ক্ষেত্র হলো দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশ ও নীতিগত সহায়তা এবং বৈশ্বিক সংযোগ ও সহযোগিতা।

আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী বলেন, ‘টাস্কফোর্স বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনের বিভিন্ন পর্যায়ে (ডিজাইন, ফ্যাব্রিকেশন, টেস্টিং ও প্যাকেজিং) প্রতিযোগিতা করার সক্ষমতা মূল্যায়ন করেছে এবং স্বল্প থেকে মধ্যমেয়াদে চিপ ডিজাইন এবং টেস্টিং ও প্যাকেজিং-কে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে।’

তিনি বলেন, ‘টাস্কফোর্স তিনটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী রোডম্যাপ প্রণয়ন করেছে, যা হলো দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশ ও নীতিগত সহায়তা এবং বৈশ্বিক অংশীদারিত্ব।’

তিনি বলেন, টাস্কফোর্স ২০২৭ সালের মধ্যে কমপক্ষে পাঁচটি নির্বাচিত সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে আধুনিক ইডিএ (এক্সপ্লোরেটরি ডেটা এনালাইসিস) টুলস দিয়ে সজ্জিত শিল্প-মানের প্রশিক্ষণ ল্যাব স্থাপনের সুপারিশ করেছে।

টাস্কফোর্স প্যাকেজিং ও টেস্টিং মেশিনের ব্যবহারিক জ্ঞান দিতে শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে পর্যায়ক্রমিক অন-সাইট প্রশিক্ষণ চালুরও প্রস্তাব করেছে।

এ ছাড়া, বিশ্ববিদ্যালয় ও স্টার্টআপগুলোর মধ্যে আগ্রহ সৃষ্টি করতে জাতীয় পর্যায়ের আউটরিচ প্রোগ্রাম, হ্যাকাথন এবং ইনোভেশন চ্যালেঞ্জের আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো ক্রমবর্ধমান চাহিদার সাথে তাল মিলিয়ে যেমন ই.জি. প্রসেসর, এআই অ্যাক্সেলারেটর, সিগন্যাল প্রসেসিং বিষয়ে সেমিস্টার ভিত্তিক বা নির্দিষ্ট মডিউল আপডেটের মাধ্যমে প্রশিক্ষণ কোর্স চালু করতে পারবে।’

নির্বাচিত বিশ্ববিদ্যালয়গুলোতে সেমিকন্ডাক্টর বিষয়ে এমএসসি, পিএইচডি এবং পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

সেমিকন্ডাক্টর খাতকে অগ্রাধিকার খাত হিসেবে বিকাশ করতে টাস্কফোর্স সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কর-ছাড়ের প্রস্তাব করেছে, যা গবেষণা ও উন্নয়ন (আর অ্যান্ড ডি) এবং অ্যাসেম্বলি ও প্যাকেজিং কারখানার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

টাস্কফোর্স আইসিটি বিভাগ অথবা বাংলাদেশ ব্যাংকের অধীনে একটি ‘সেমিকন্ডাক্টর ফান্ড’ গঠনেরও প্রস্তাব করেছে, যাতে স্টার্টআপ মডেলের অনুরূপ নতুন উদ্যোগগুলোর জন্য ভেঞ্চার ক্যাপিটাল বা টার্ম ফাইন্যান্সিং সুবিধা দেওয়া যায়।

আশিক চৌধুরী বলেন, সেমিকন্ডাক্টর খাতটি বিডা পরিচালিত ন্যাশনাল এফডিআই হিটম্যাপে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত হয়েছে এবং এর দীর্ঘমেয়াদি সম্ভাবনা উন্মোচনে নীতিগত ও সক্ষমতা ভিত্তিক সহায়তা প্রয়োজন।

তিনি বলেন, এই রোডম্যাপ বাংলাদেশের জন্য বৈশ্বিক চিপ ডিজাইন ও টেস্টিং শিল্পে যুক্ত হওয়ার একটি স্পষ্ট ও বাস্তবসম্মত পথ দেখাচ্ছে। সঠিক উদ্যোগ নেওয়া গেলে এটি বাংলাদেশের প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে রূপান্তরের গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. এ. বি. এম. হারুন-উর-রশিদ এবং উল্কাসেমি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনায়েতুর রহমান বক্তব্য রাখেন।

অধ্যাপক ড. হারুন-উর-রশিদ বলেন, একটি ভার্চুয়াল নলেজ পোর্টাল চালু করার প্রস্তাব করা হয়েছে, যেখানে বিশ্বমানের এবং শিল্প-সমর্থিত কারিকুলামের ভিত্তিতে স্তরভিত্তিক সার্টিফিকেশন প্রোগ্রাম থাকবে।

তিনি বলেন, ‘অনলাইন এবং সরাসরি শিক্ষণের সমন্বয়ে নির্বাচিত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই কোর্স পরিচালিত হবে। এর ফলে ডিজাইন ইঞ্জিনিয়ার সরবরাহের গতি বাড়বে।’

তিনি আরও বলেন, ‘বিশেষায়িত শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে স্নাতক পর্যায়ের শেষ বর্ষে উন্নত কোর্স চালুর জন্য উৎসাহিত করা উচিত।’

বিডা’র বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রোচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৪১   ৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
দলমত নির্বিশেষে আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম
সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ৩টি অগ্রাধিকার ভিত্তিক ক্ষেত্র নির্ধারণ করেছে সরকার : বিডা প্রধান
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ফায়ার সার্ভিস সদর দপ্তর পরিদর্শন



আর্কাইভ