
জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।
মঙ্গলবার (১ জুলাই) বাদ আসর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের বরফকল রিয়াজুল জান্নাত জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাসুদুজ্জামান মাসুদের ভাই মো. শামীম আহমেদ, সমাজসেবক মো. মনির হোসেন সরদার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, সাবেক যুবদল নেতা সারোয়ার মুজাহিদ মুকুল, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ দিপু, সাবেক যুবদল নেতা ইসলে উদ্দিন মাহমুদ ইসা, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বন্দর থানা বিএনপির নেতা ভিক্টর মৃধা সহ স্থানীয় নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “জুলাই আন্দোলন ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক গৌরবময় অধ্যায়। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ ইতিহাসে অম্লান হয়ে থাকবে। আহতদের দ্রুত সুস্থতা এবং তাদের পরিবারের জন্য আমাদের প্রার্থনা থাকবে।”
এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ২৩:১২:৫৯ ৬ বার পঠিত