নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা জানালেন গোলাম পরওয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারি » নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা জানালেন গোলাম পরওয়ার
রবিবার, ২৯ জুন ২০২৫



নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা জানালেন গোলাম পরওয়ার

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশে নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কিত জামায়াতে ইসলামী। সময় সংবাদকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষ না করে দেশে নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। প্রায় এক দশক পর নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরে পাওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা নিজেদের তৎপরতা বাড়াচ্ছে বলেও জানান জামায়াতের এই শীর্ষ নেতা।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজনীতির মাঠে কোণঠাসা হতে শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলটির নেতাকর্মীদের শিকার হতে হয় জেল জুলুমের। হারাতে হয় দলীয় প্রতীক ও নিবন্ধন। এমনকি জুলাই বিপ্লবের সূর্য যখন মধ্য গগনে তখন পড়তে হয় নিষেধাজ্ঞার কবলে।

দীর্ঘ আইনি লড়াই ও নানা চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ও নিবন্ধন ফিরে পেয়েছে দলটি। সেই সুযোগে নতুন উদ্যোমে রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। তবে প্রয়োজনীয় সংস্কার ও জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান হওয়ার আগে নির্বাচন হলে নতুন ফ্যাসিস্ট তৈরি শঙ্কার কথা জানালেন জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘রাষ্ট্রের যে কাঠামো করা হয়েছে, তাতে যে ঢুকবে, সে-ই স্বৈরাচার হবে। তাই সংস্কার ছাড়া নির্বাচন হলে এ দেশের রাজনৈতিক পরিবর্তনের কোনোই মূল্য থাকবে না। আবারও স্বৈরাচার পয়দা হবে। সংস্কার সব পারা যাবে না। কিন্তু মৌলিক সংস্কারগুলো তো করতে হবে।’

এছাড়া লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে সরকারের নিরপেক্ষতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছে জামায়াত। এবার গণ-অভ্যুত্থানের চেতনা অনুযায়ী দেশে নির্বাচন হবে কিনা সে শঙ্কাও জানালেন সেক্রেটারি জেনারেল।

মিয়া গোলাম পরওয়ার বলেন,

সম্প্রতি লন্ডন বৈঠকের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কতটা নিরপেক্ষ থাকতে পারবেন, সেটা নিয়ে শতভাগ আস্থা রাখতে পারছি না। এ নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। সেটা হলো জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের স্বপ্ন পূরণ হবে কিনা, সেটা নিয়ে আমরা আশঙ্কা করছি। বর্তমান সরকার জনগণের কাছে নিরপেক্ষতার যে ওয়াদা করেছিল, সেটার ওপর তারা ঠিক থাকতে পারবেন কিনা।

আগে স্থানীয় নির্বাচনের দাবি করে এলেও এরই মধ্যে সংসদীয় ৩০০ আসনেই দলটির পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রার্থী মনোনীত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩১:০৭   ৩২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ঝিনাইদহে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুটিকয়েক ছাত্র নিয়ে বাংলাদেশ গঠিত হয়নি: মঈন খান
সরকার টেকসই উন্নয়নের বিভিন্ন উদ্যোগে জনগণকে সম্পৃক্ত করছে : পরিবেশ উপদেষ্টা



আর্কাইভ