জেলায় নানা আয়োজনে উদযাপন হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী।
এ উপলক্ষে আজ সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত ‘হৃদয়ে রবীন্দ্রনাথ’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর আলোচনার প্রতিপাদ্য বিষয় ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’।
অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার সদর দক্ষিণ সার্কেল মোস্তাইন বিল্লাহ ফেরদৌস, সিভিল সার্জন ডা.আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, গবেষক ও লেখক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, গবেষক শ্যামপ্রসাদ ভট্টাচার্য, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল হাসনাত বাবুল, সাংবাদিক ও লেখক মোতাহের হোসেন মাহাবুব, ক্রীড়া ও যুব বিভাগ সভাপতি নজির আহমেদ, এবি পার্টি জেলা মহানগর সদস্য সচিব গোলাম মোহাম্মদ সামদানী, জাসাস সভাপতি মনজুরুল আলম ভূইয়া প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন নজরুল ইনস্টিটিউটের জেলা কর্মকর্তা মো. আল আমিন হোসেন।
বাংলাদেশ সময়: ১৭:৩৭:১৬ ৬ বার পঠিত