বুধবার, ৭ মে ২০২৫

রোমাঞ্চে ভরা সেমিফাইনালে শেষ পর্যন্ত বার্সাকে টপকে গেল ইন্টার

প্রথম পাতা » খেলা » রোমাঞ্চে ভরা সেমিফাইনালে শেষ পর্যন্ত বার্সাকে টপকে গেল ইন্টার
বুধবার, ৭ মে ২০২৫



রোমাঞ্চে ভরা সেমিফাইনালে শেষ পর্যন্ত বার্সাকে টপকে গেল ইন্টার

ডেভিড ফ্রাত্তেসির অতিরিক্ত সময়ের গোলে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-৩ গোলে বার্সেলোনাকে পরাজিত করে দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান।

মার্কোস থুরামের দুর্দান্ত এ্যাসিস্টে ইতালিয়ান মিডফিল্ডার ফ্রাত্তেসির ৯৯ মিনিটের গোলে ইন্টারের জয় নিশ্চিত হয়। এই জয়ে সার সিরোর মাঠভর্তি দর্শক বাঁধভাঙ্গা উল্লাসে ফেটে পড়ে।

সিমোনে ইনজাগির দল এ মাসের শেষে মিউনিখে অনুষ্ঠিতব্য ফাইনালে আর্সেনাল ও পিএসজির মধ্যকার বিজয়ীর মুখোমুখি হবে। সেমিফাইনালের দুই লেগের পারফরমেন্স বিবেচনায় ইউরোপীয়ান আসরের চতুর্থ শিরোপা জয়ে ইন্টার এখন ফেবারিট হিসেবেই মাঠে নামবে।

ইন্টারের হয়ে এ মৌসুমে সুপার-সাব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ফ্রাত্তেসি। বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও তিনি বদলী বেঞ্চ থেকে উঠে এসে ইন্টারের হয়ে ম্যাচের শেষের দিকে জয়সূচক গোলটি করেছিলেন। ম্যাচ শেষে উচ্ছসিত ফ্রাত্তেসি বলেছেন, ‘এটা সত্যিই অসাধারন। আমি জানিনা এই মুহূর্তে কি বলতে হবে। তবে আমার কাছে মনে হয়েছে বায়ার্নের বিপক্ষে ম্যাচের পরে যে অনুভূতি হয়েছিল আজও তেমনই হচ্ছে। কিন্তু আজকের রাতটা আরো বেশী স্পেশাল। আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত। আমি খুব একটা প্রতিভাবান হিসেবে পরিচিত নই। কিন্তু আমি কখনই ম্যাচ ছেড়ে দেইনি। সবসময়ই বিশ্বাস করেছি নিজের উপর আস্থা থাকলে অনেক কিছুই অর্জন সম্ভব।’

বায়ার্নকে বিদায় করার পর ইন্টারের সামনে ট্রেবল জয়ের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যায়। সিরি-আ লিগে নাপোলি শিরোপা জয়ে নিজেদের ফেবারিট করে তুলেছে।

ইতালিয়ান কাপে এসি মিলানের কাছে বিদায় নিতে হয়েছে ইন্টারকে। কিন্তু এই জয়ে ইন্টার বার্সেলোনার কোয়াড্রাপল জয়ের স্বপ্ন শেষ করে দিয়েছে। এখন বার্সার সামনে লা লিগার শিরোপা জয়ের স্বপ্ন। ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদের তুলনায় চার পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে কাতালান জায়ান্টরা। মৌসুমে এনিয়ে সপ্তম গোল করেছেন ফ্রাত্তেসি। সম্ভবত ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল।

নিয়মিত সময়ের দুই মিনিট বাকি থাকতে রাফিনহার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ঐ সময় সান সিরো ধরেই নিয়েছিল আরো একটি হতাশা নিয়ে তাদের বাড়ি ফিরতে হবে। বিরতির আগে দুই গোলে পিছিয়ে থেকেও উজ্জীবিত তরুন বার্সেলোনা দুই গোল পরিশোধ করে ম্যাচে ফিরে আসে। কিন্তু ফ্রান্সেসকো আকারবি কোন অঘটন হতে দেননি। ডেনজেল ডামফ্রাইসের ক্রসে যোগ হওয়া সময়ের দ্বিতীয় মিনিটে তিনি গোল করে ইন্টারকে সমতায় ফেরান।

এর আগে প্রথমার্ধে লটারো মার্টিনেজের দুর্দান্ত গোলের পর প্রথমার্ধের স্টপেজ টাইমে হাকান কালহানগ্লুর পেনাল্টিতে ২-০ গোলের লিড নিয়েছিল ইন্টার। কিন্তু বার্সেলোনাও ছেড়ে দেবার পাত্র নয়। ৫৪ ও ৬০ মিনিটে এরিক গার্সিয়া ও ডানি ওলমোর দুই গোলে দারুনভাবে লড়াইয়ে ফিরে আসে হান্সি ফ্লিকের দল। দুটি গোলেরই যোগানদাতা ছিলেন জেরার্ড মার্টিন। বার্সেলোনার এই গোলের মাঝে ইন্টার গোলরক্ষক ইয়ান সোমার সম্ভবত ম্যাচের সবচেয়ে বড় সেভটি করেছেন। কাউন্টার এ্যাটাক থেকে তিনি এরিক গার্সিয়াকে গোল করতে দেননি।

১১৩ মিনিটে লামিন ইয়ামালের একটি শট আবারো দুর্দান্ত দক্ষতায় রুখে দিয়ে সোমার কার্যত ইন্টারকে রক্ষা করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:২১   ৬ বার পঠিত