শনিবার, ৩ মে ২০২৫

সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া যায় না : চরমোনাই পীর

প্রথম পাতা » ছবি গ্যালারি » সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া যায় না : চরমোনাই পীর
শনিবার, ৩ মে ২০২৫



সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া যায় না : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশের ভেতর নির্বাচন হতে দেওয়া যায় না, হতে পারে না।’

আজ শনিবার বিকেলে পটুয়াখালী শহরের চৌরাস্তা এলাকায় ইসলামী শ্রমিক আন্দোলন পটুয়াখালী জেলা শাখা আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে রেজাউল করীম বলেন, ‘যারা নির্বাচনের জন্য বারবার কথা বলছেন, আমি তাদের প্রশ্ন করেছিলাম, আপনারা নির্বাচনের পর ক্ষমতায় গিয়ে কী করবেন; আমরা লক্ষ করেছি আপনারা আপনাদের দলীয় লোকদের, নেতাদের, কর্মীদের, সমর্থকদের এখনই তো নিয়ন্ত্রণ করতে পারছেন না।’

তিনি বলেন, ‘আপনারা যে নির্বাচনের জন্য পাগল হয়েছেন, আগে আপনারা আমাদের দেখান যে আপনারা নিয়ন্ত্রণ করতে পেরেছেন।
যদি নিয়ন্ত্রণ করতে না পারেন ক্ষমতায় যাওয়ার পরে আপনারা যে কী কাণ্ড করবেন তা আমাদের জানা আছে। এ জন্য সংস্কার প্রয়োজন আগে। আর যৌক্তিক সময়ে নির্বাচন পরে। স্থানীয় নির্বাচন হবে আগে, জাতীয় নির্বাচন হবে পরে।

রেজাউল করীম তার বক্তব্যে ভারতের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, ‘৫ আগস্ট যখন দেশে অভ্যুত্থান হলো, যখন মায়ের কান্না বন্ধ হয়নি, মুগ্ধর সেই পানি পানি শব্দ আমাদের কানে ভাসছে, রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে, হাজার হাজার শত শত মানুষ চোখ হারিয়েছে, পঙ্গুত্ববরণ করেছে। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনগুলো বাংলাদেশের নিরাপত্তা এবং সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তার জন্য আমরা সারা দেশের পাহারার দায়িত্ব পালন করেছি।’

তিনি বলেন, ‘কারণ আমরা বুঝেছি, শকুন চক্ষু ভারত বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। সুযোগ পাবে তো আন্তর্জাতিকভাবে সংখ্যালঘুদের ইস্যু সামনে নিয়ে এসে আমাদের দেশে অশান্তি করবে।
এই ধরনের চিন্তা তারা করবে আমরা বুঝতে পেরেছি। ভারত যেন বাংলাদেশের ভেতরে এই অবস্থা তৈরি করতে না পারে সে জন্য আমরা সারা দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করেছি।’

চরমোনাই পীর বলেন, ‘আমরা দেখছি মায়ের কান্না বন্ধ হয় নাই। রক্তের দাগ শুকায় নাই। তখনই এক শ্রেণির নরপশু চাঁদাবাজিতে লিপ্ত, তারা টেন্ডারবাজিতে লিপ্ত, তারা বিভিন্ন ঘাট দখলে লিপ্ত, তারা স্ট্রেশন দখলে লিপ্ত।
আমি ওদের ধিক্কার জানাই। বাংলাদেশ থেকে এই দুর্নীতিবাজদের উৎখাত করে বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষিপ্ত করতে হবে।’

ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ আনছার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে পটুয়াখালী জেলাসহ ইসলামী আন্দোলনের সিনিয়র নেতাকর্মীরা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২১:১২:৫৬   ৪ বার পঠিত