জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

প্রথম পাতা » ছবি গ্যালারি » জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন
শুক্রবার, ২৩ জুন ২০২৩



জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

টুঙ্গিপাড়া, ২৩ জুন, ২০২৩ : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট শামসুল হক টুকু এমপি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ শুক্রবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
তিনি বেদীর পাশে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির, টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ মুজাম্মেল হক টুটুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৪১   ৫৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার



আর্কাইভ