ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারি » ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
রবিবার, ১৬ মার্চ ২০২৫



ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় ট্রাক-মোটর সাইকেল ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শিবরামপুর এলাকায়।

নিহতরা হলেন, মোটরসাইকেলের চালক সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ (২২) ও ইজিবাইক চালক একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের শাজাহান শেখ (৫৪)।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও ইজিবাইককে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নয়ন শেখ ও ইজিবাইক চালক শাজাহান শেখ নিহত হয়। এ ঘটনায় মোটরসাইকেলের এক নারী আরোহী আহত হয়। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫১:৫২   ৩৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার



আর্কাইভ