প্রত্যন্ত অঞ্চলে থাকা আয়নাঘরও খুঁজে বের করা হবে : প্রেসসচিব

প্রথম পাতা » ছবি গ্যালারি » প্রত্যন্ত অঞ্চলে থাকা আয়নাঘরও খুঁজে বের করা হবে : প্রেসসচিব
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫



প্রত্যন্ত অঞ্চলে থাকা আয়নাঘরও খুঁজে বের করা হবে : প্রেসসচিব

শুধু রাজধানী ঢাকা নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা আয়নাঘরও খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বাংলাদেশে যত আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে জানিয়ে শফিকুল আলম বলেন, দেশে ৭০০ থেকে ৮০০ আয়নাঘর আছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশেই এসব হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘গুম কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে বিশেষ বাহিনীর যেসব ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও গ্রেপ্তার করা হয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা সময় হলে দেখা যাবে।’

গুম-খুনের সঙ্গে আওয়ামী লীগের যারা জড়িত ছিল তাদের বিচার হবে উল্লেখ করে তিনি বলেন, ‘কার নির্দেশে এসব ঘটনা ঘটেছে তা জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। কেউ মুক্তি পাবে না।’

তিনি দাবি করেন, ‘মাত্র ছয় মাসে গুম-খুনের বিষয়ে সরকার যা করেছে, তা সরকারের বিরাট সফলতা।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, জাতিসংঘের সুপারিশ পরীক্ষা ও বিবেচনা করে কীভাবে বাস্তবায়ন করা যায় তা দেখবে সরকার।

আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা আজই দুই দিনের সফরে আরব আমিরাত যাচ্ছেন। শুক্রবার দেশে ফিরবেন তিনি।

তিনি আরও বলেন, ‘সফরে আরব আমিরাতের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হবে।

বাংলাদেশ সময়: ১৭:২৯:৪৯   ৪১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
হজ পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়
ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
আ.লীগের নিবন্ধন বাতিল ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করুন: নাহিদ



আর্কাইভ