তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারি » তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪



তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা

সুনামগঞ্জের সীমান্তবর্তী ভারতের নালিকাটা থানার গুমাঘাট এলাকায় শেখ ফরিদ(৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয়দের বিরুদ্ধে।

বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড়া আন্তর্জাতিক সীমানা পিলার ১২০৩ লাউড়েরগড় সীমান্তের সামনে ভারতের নলিকাটা থানার গুমাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা ভয়ে মুখ না খুললেও এ তথ্য নিশ্চিত করেছেন লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার কামাল হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, লাউড়েরগড় গ্রামের গত বৃহস্পতিবার বিকেলে লাউড়েরগড় গ্রামের শেখ ফরিদসহ বেশ কয়েকজন বারকী নৌকা দিয়ে পাথর উত্তোলনের জন্য যাদুকাটা নদীর উৎসস্থল ভারতের মেঘালয়ের গুমাঘাট এলাকায় যায়। পরে ভারতীয় সীমান্তের গ্রামবাসী তাদেরকে ধাওয়া দিলে অন্যান্য শ্রমিকরা নৌকা থেকে পানিতে লাফিয়ে পালিয়ে বাংলাদেশের সীমানায় চলে আসলেও ভারতীয় গ্রামবাসী শেখ ফরিদকে আটক করে। গুমাঘাট এলাকার স্থানীয় নাগরিকরা আটক বাংলাদেশি যুবক শেখ ফরিদকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

লাউড়েরগড় বিওপির সুবেদার মোস্তফা কামাল বলেন, বারকী শ্রমিকরা লুকিয়ে নৌকা ভারতীয় সীমান্ত অবৈধ অনুপ্রবেশ করে। পরে শেখ ফরিদ নামের একজনকে ভারতীয়রা পিটিয়ে গুরুতর আহত করে বলে শুনেছি। মারা যাওয়ার খবর কেউ নিশ্চিত করেনি। এ বিষয়ে লাউড়েরগড় বিওপিতে কেউ অভিযোগ করেনি। বিজিবি বিষয়টি ভালো করে খতিয়ে দেখছে। যেহেতু তারা অবৈধ অনুপ্রবেশ করেছিল তাই বিষয়টি গোপন করার চেষ্টা করে পরিবারের লোকজন।

বাংলাদেশ সময়: ১২:২১:১৮   ৩২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার



আর্কাইভ