নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত দু’জনের পরিবারকে আর্থিক সহায়তা

প্রথম পাতা » ছবি গ্যালারি » নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত দু’জনের পরিবারকে আর্থিক সহায়তা
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪



নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত দু’জনের পরিবারকে আর্থিক সহায়তা

জেলায় আজ বিআরটিএ-এর পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত দুইব্যক্তি আবু তাহের ও ওসমান গণির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত দু’জনের পরিবারকে পাঁচলাখ টাকা করে মোট ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

চেক বিতরণ অনুষ্ঠানে বিআরটিএ’র সহকারী পরিচালক শফিকুল আলম সরকার, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন) জ্যোতির্ময় রায়, জেলা সড়ক পরিবহন গ্রুপের সভাপতি মো. আরেফ রব্বানী মানিক, জেলা শ্রমিকদলের সভাপতি নূর আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএরটিএ-এর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ মার্চ জেলা সদরের জোড়দরগা এলাকায় পিকআপের ধাক্কায় আবু তাহের ও ১২ জানুয়ারি ইটাখোলা চৌধুরীপাড়া এলাকায় মায়ার মোড় নামক স্থানে বালুবাহী ট্রাকের ধাক্কায় ওসমান গণি নামের দুইব্যক্তি নিহত হন।

বাংলাদেশ সময়: ১৮:২৩:১৬   ৬৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জামায়াতকে একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর
চট্টগ্রাম বার দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে - শিল্প উপদেষ্টা
পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা
ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি সানাউল্লাহ
জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে : শেখ বশিরউদ্দীন



আর্কাইভ