আদালতে যা বললেন সাবেক ডিসি মশিউর

প্রথম পাতা » আইন-আদালত » আদালতে যা বললেন সাবেক ডিসি মশিউর
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪



আদালতে যা বললেন সাবেক ডিসি মশিউর

আদালতে যা বললেন সাবেক ডিসি মশিউর

ছাত্র আন্দোলনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

এরপর আদালত মশিউর রহমানের বক্তব্য শুনতে চাইলে তিনি বলেন, মেধা দিয়ে ডিবি পুলিশের ডিসি হয়েছি, কোটা দিয়ে আসেনি। এজন্য শুরু থেকেই আমি কোটাবিরোধী ছিলাম। শুধু তাই নয়, এ বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দৈনিক অন্তত পাঁচবার আমার বিতর্ক হতো। আমি কোটাবিরোধী আন্দোলনের কোনও সহিংসতায় জড়িত হইনি।

তিনি আরও বলেন, ঢাকায় পুলিশের ১০ জন ডিসি আছেন। পুলিশ শান্তি-শৃঙ্খলা রক্ষা বা সমাবেশ ছত্রভঙ্গ করার দায়িত্ব পালন করে। এসব বিষয়ে আমরা (ডিবি পুলিশ) মাঠে কাজ করি না।

এরপর আদালত মশিউর রহমানের সাত দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে রাজধানী থেকে মশিউর রহমানকে আটক করে গোয়েন্দা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮:২১:৩৯   ৬১ বার পঠিত  




আইন-আদালত’র আরও খবর


শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা হাইকোর্টে বাতিল
দুদকের পিপি নিয়োগ পেলেন অ্যাডভোকেট সুলতান
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড
ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে চাচার মৃত্যুদণ্ড



আর্কাইভ