শহীদদের স্মরণে ১৪ সেপ্টেম্বরের সভা বাতিল, যা জানালেন উপদেষ্টা নাহিদ

প্রথম পাতা » ছবি গ্যালারি » শহীদদের স্মরণে ১৪ সেপ্টেম্বরের সভা বাতিল, যা জানালেন উপদেষ্টা নাহিদ
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪



শহীদদের স্মরণে ১৪ সেপ্টেম্বরের সভা বাতিল, যা জানালেন উপদেষ্টা নাহিদ

ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া স্মরণ সভা স্থগিত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদদের তালিকা চূড়ান্ত করতে না পারার কারণেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক নানা বিষয়ে ব্রিফিং করেন তিনি।

নাহিদ জানান, স্মরণ সভার নতুন সময়সূচি পরে জানানো হবে। সভায় পাঁচ কোটি বা তার কম টাকা খরচ হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, অর্থ ব্যয় হবে শহীদ পরিবারের সদস্যদের ঢাকায় এনে এক রাত রাখা ও তাদের আপ্যায়নের জন্য। কারণ তাদের থেকে শহীদদের সম্পর্কে আরও তথ্য নেয়া হবে।

যে ফাউন্ডেশন গঠন করা হয়েছে সেটি হতাহতদের স্মৃতি ধরে রাখাসহ বিভিন্ন কাজে নিয়োজিত থাকবে বলেও জানান তিনি। জানান, এই ফাউন্ডেশন সাধারণ মানুষের অনুদানে চলবে। সেইসাথে সরকারিভাবেও কিছু অর্থ দেয়া হবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, প্রশাসনে স্থবিরতা থাকায় তা ঢেলে সাজানো হচ্ছে। দ্রুতই সব ঠিক হয়ে যাবে বলেও আশ্বাস দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:২৮:১৮   ৩৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
সাতক্ষীরায় সীমান্ত থেকে শাড়ি, ওষুধ-সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ
ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
খাল খনন কর্মসূচি বিএনপির রাজনীতির অন্যতম পিলার : আমীর খসরু
উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব



আর্কাইভ