বরগুনায় ৫ মণ হরিণের মাংস জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারি » বরগুনায় ৫ মণ হরিণের মাংস জব্দ
রবিবার, ১১ জুন ২০২৩



বরগুনায় ৫ মণ হরিণের মাংস জব্দ

বরগুনার পাথরঘাটায় ৫ মণ হরিণের মাংস জব্দ করেছে নৌপুলিশ।

শনিবার (১০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে বলেশ্বর নদীর চরদুয়ানি খাল এলাকা থেকে মাংস জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি নৌপুলিশের সদস্যরা।

নৌপুলিশ জানায়, নিয়মিত টহলের সময় বলেশ্বর নদীর চরদুয়ানি খাল এলাকায় কয়েকজন লোককে একটি ট্রলার থেকে বস্তা নামাতে দেখে টহল দলের সদস্যরা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি ট্রলার ও বস্তা ফেলে লোকজন পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ৫ মণ হরিণের মাংস জব্দ করা হয়।

এ বিষয়ে চরদুয়ানি নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম সরদার জানান, বিষয়টি বন বিভাগকে অবগত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০০:২৮   ৭১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার



আর্কাইভ