নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, প্রাণ গেল ২ শ্রমিকের

প্রথম পাতা » ছবি গ্যালারি » নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, প্রাণ গেল ২ শ্রমিকের
শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪



নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, প্রাণ গেল ২ শ্রমিকের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনাপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ইদ্রিস আলী ছেলে ফানু (৪৫) এবং একই এলাকার হেরাস আলীর ছেলে আব্দুর রাজ্জাক খুদু (৪৬)।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরি কিবরিয়া জানান, সিমেন্টবোঝাই একটি ট্রাক সোনাপুর বাজারের একটি দোকানে কিছু সিমেন্ট নামানোর পর, আরেকটি দোকানে যাবার সময় সোনাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা দুই শ্রমিক ফানু ও খুদু মারা যান।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৩:২৯   ৬৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার



আর্কাইভ