রাওয়ালপিন্ডিতে বাংলাদেশকে রান বন্যায় ভাসাচ্ছে পাকিস্তান

প্রথম পাতা » খেলা » রাওয়ালপিন্ডিতে বাংলাদেশকে রান বন্যায় ভাসাচ্ছে পাকিস্তান
বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪



রাওয়ালপিন্ডিতে বাংলাদেশকে রান বন্যায় ভাসাচ্ছে পাকিস্তান

গতকাল শুরুটা দারুণ করেছিলেন বাংলাদেশি বোলাররা। তবে দিনের শেষ দুই সেশনে দাপট ছিল পাকিস্তানি ব্যাটারদের। সেই ধারা আজও অব্যাহত রেখেছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনে এখনও পর্যন্ত উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। সেঞ্চুরি ছুঁয়ে অপরাজিত আছেন দুই ব্যাটার সৌউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান।

আগের দিনের ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। গত দিনের অপরাজিত দুই ব্যাটার আজ সকালে দেখে-শুনে খেলেছেন। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে সাবলীল ব্যাটিং করেছেন। শাকিল-রিজওয়ান জুটিকে প্রথম সেশনে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেননি বাংলাদেশি বোলাররা।

দুজনই ফিফটি করে লাঞ্চ বিরতিতে যান। বিরতি থেকে ফিরে দ্রুত রান তুলছেন তারা। ইতোমধ্যে দুজনেই তিন অঙ্ক ছুঁয়েছেন। সেঞ্চুরি করেও একই গতিতে ব্যাট করছেন তারা। বিপরীতে সাদা-মাটা বোলিং বাংলাদেশের।

প্রথম ইনিংসে ৮৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩৩৮ রান। ১৩২ রান নিয়ে উইকেটে আছেন সৌউদ শাকিল ও অপর অপরাজিত ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের সংগ্রহ ১২১ রান।

এর আগে প্রথম দিন শেষে ৪১ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান। ৫৭ রান নিয়ে উইকেটে ছিলেন সৌউদ শাকিল ও অপর অপরাজিত ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের সংগ্রহ ছিল ২৪ রান।

বাংলাদেশ সময়: ১৫:২৫:৩৯   ৩৯ বার পঠিত  




খেলা’র আরও খবর


ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
ফাইনালের আগে ঘুমাতে পারেননি বসুন্ধরার কোচ
শ্বাসরুদ্ধকর এল-ক্লাসিকো, ৫ গোল–৩ লাল কার্ডের দিনে শিরোপা বার্সার
রিশাদের লাহোর জিতলো কিউই তারকার ব্যাটে



আর্কাইভ