ভেজা আউটফিল্ডের কারণে টস শুরুতে বিলম্ব

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভেজা আউটফিল্ডের কারণে টস শুরুতে বিলম্ব
বুধবার, ২১ আগস্ট ২০২৪



ভেজা আউটফিল্ডের কারণে টস শুরুতে বিলম্ব

শঙ্কা আগে থেকেই ছিল। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের প্রতিটি দিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাওয়ালপিন্ডিতে ম্যাচের দিনের সকালে বৃষ্টি হওয়ায় টস শুরু হতে দেরি হচ্ছে ।

বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ সময় সাড়ে ১০টায় টস হওয়ার কথা ছিল। তবে ভেজা আউটফিল্ডের কারণে টস করা সম্ভব হয়নি। টস কখন অনুষ্ঠিত হবে সেটাও জানা যায়নি।

তবে বাংলাদেশ সময় ১১টায় মাঠ পরিদর্শন করার কথা আছে আম্পায়ারদের। আশার কথা হচ্ছে, রাওয়ালপিন্ডিতে এখন বৃষ্টি হচ্ছে না। কাভারও সরিয়ে ফেলা হয়েছে।

এদিকে টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ডটা মোটেও ভালো নয়। এখনও পর্যন্ত ১৩টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল। তার মধ্যে একটি ড্র ও বাকি ১২ ম্যাচেই হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৩:২০:২৭   ৪০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাশ্মীর ইস্যুতে উত্তেজনা, ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র
সীমান্তে গভীর রাতে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্ব, ইসরাইলের গোয়েন্দা প্রধানের পদত্যাগ
ভারতকে এবার পারমাণবিক হামলার হুমকি দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী
গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪



আর্কাইভ