কেন্দ্রে অনিয়ম ও প্রভাব সৃষ্টি করলে ভোট বন্ধের হুঁশিয়ারি সিইসির

প্রথম পাতা » ছবি গ্যালারি » কেন্দ্রে অনিয়ম ও প্রভাব সৃষ্টি করলে ভোট বন্ধের হুঁশিয়ারি সিইসির
বুধবার, ৭ জুন ২০২৩



কেন্দ্রে অনিয়ম ও প্রভাব সৃষ্টি করলে ভোট বন্ধের হুঁশিয়ারি সিইসির

ভোট কেন্দ্রে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল। এছাড়া ব্যাপক অনিয়ম ধরা পড়লে, কেউ প্রভাব সৃষ্টি করলে ভোট বন্ধ করতে বাধ্য হবেন বলেও সতর্ক করেছেন তিনি।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বুধবার সকালে জেলার শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

সিইসি বলেন, ‘নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে—ইভিএমে হবে। এটা কঠিন কোনো বিষয় নয়, বরং বেশ সহজ। অকারণে ইভিএম নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। আমরা মনিটরিং করব।’

রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ কমিশনার আনিসুর রহমান।

সভায় প্রার্থীরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। নির্বাচন কমিশনার তাদের অভিযোগ শোনেন এবং সমাধানে নানা পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:০০   ৭৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার



আর্কাইভ