জামালপুরে কৃষককে কুপিয়ে হত্যা, আটক ৩

প্রথম পাতা » ছবি গ্যালারি » জামালপুরে কৃষককে কুপিয়ে হত্যা, আটক ৩
মঙ্গলবার, ১৮ জুন ২০২৪



জামালপুরে কৃষককে কুপিয়ে হত্যা, আটক ৩

জামালপুরের ইসলামপুরে পূর্ব শত্রুতার জেরে আসাদ উল্লাহ ওরফে নিদু কাজী (৪৯) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করে আদালত পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১৭ জুন) বিকালে তারতাপাড়া গ্রামের জায়েদা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিকার নিদু কাজী উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ব্রহ্মত্তোর গ্রামের মৃত আবুল কাসেম কাজীর ছেলে। এ ঘটনায় নিদু কাজীর বড় ভাই জামাল উদ্দিন কাজী বাদী হয়ে থানায় মামলা করেন।

ইসলামপুর থানার ওসি সুমন তালুকদারের নেতৃত্বে র ্যাবের সহায়তায় রাতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ওই তিন জনকে আটক করে।

আটককৃতরা হলো একই ইউনিয়নের তারতাপাড়া গ্রামের মো. আব্দুল হাকিম মণ্ডলের ছেলে কবির হাসান চায়না (৪৫), তার বড় ভাই জিয়াউল (৪৮) এবং তার ভাতিজা মোখলেস (৩০)।

জানা গেছে, পূর্ব থেকে কৃষক নিদু কাজীর সঙ্গে কবির হাসান চায়নার মধ্যে পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। ঈদের দিন বিকালে তারতাপাড়া গ্রামের জায়েদা মোড় এলাকায় ধারালো দা দিয়ে নিদু কাজীকে কুপিয়ে জখম করে চায়নাসহ তার সাঙ্গপাঙ্গরা। পরে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নিদু কাজীকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৫২   ৫৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৭০, ক্ষুধা-অপুষ্টিতে মৃত্যু ১১ জনের
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের সাক্ষাৎ
অবসরের প্রশ্নে যে জবাব দিলেন শাহরুখ খান
লালমনিরহাটে ফের দুজনকে পুশইন করলো বিএসএফ
আগামী শুক্রবার পুতিন-জেলেনস্কিকে নিয়ে একসঙ্গে বসতে চান ট্রাম্প: রিপোর্ট



আর্কাইভ