লিভারপুল-ম্যানসিটির রোমাঞ্চকর ড্র

প্রথম পাতা » খেলা » লিভারপুল-ম্যানসিটির রোমাঞ্চকর ড্র
সোমবার, ১১ মার্চ ২০২৪



লিভারপুল-ম্যানসিটির রোমাঞ্চকর ড্র

শুরুতে জন স্টোন্সের গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল ম্যানচেস্টার সিটিই। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চ জমিয়ে তুলে লিভারপুল। ম্যাক অ্যালিস্টারের গোলে ম্যাচে ফিরে আক্রমণে ঢেউ তুলে দ্বিতীয়ার্ধে সিটিকে কোণঠাসা করে রাখে ইয়ুর্গেন ক্লপের দল।

কিন্তু এগিয়ে যাওয়া গোল আর পায়নি। হাইভোল্টেজ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। ফলে আরো জমে উঠল লিগ। ২৮ ম্যাচে গানারদের পয়েন্ট ৬৪। সমান পয়েন্ট হলে গোল গড়ে পিছিয়ে থাকায় দুইয়ে লিভারপুল।

আর ৬৩ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি।

অ্যানফিল্ডে ২৩ মিনিটে জন স্টোনসের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। কেভিন ডি ব্রুইনের কর্নারে অরক্ষিত জন স্টোনস সবাইকে ফাঁকি দিয়ে টোকায় বল জালে জড়ান। এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছিল পেপ গার্দিওলার দল।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে লিভারপুল। সিটির নাথান একে বল দেন নিজ দলের গোলকিপার এডেরসনের উদ্দেশ্যে। তবে বল দখলে নিতে এগিয়ে যান ডারউইন নুনেজ।

বল ক্লিয়ার করতে এসে নুনেজকে বক্সে ফাউল করেন এডেরসন। পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
স্পটকিক থেকে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার।

বাংলাদেশ সময়: ০:৩৫:৪৭   ৩১ বার পঠিত  




খেলা’র আরও খবর


ভারত-পাকিস্তান সংঘাত: পরিবর্তন হচ্ছে পাঞ্জাব-মুম্বাই ম্যাচের ভেন্যু
রোমাঞ্চে ভরা সেমিফাইনালে শেষ পর্যন্ত বার্সাকে টপকে গেল ইন্টার
নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
পাক-ভারত সংঘাত: অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে
২০ বছর পর লিভারপুল ছাড়ছেন অ্যালেক্সান্ডার–আর্নল্ড, গন্তব্য রিয়াল



আর্কাইভ