নওগাঁয় গাঁজাসহ ‘মাদক সম্রাট’ মনির গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারি » নওগাঁয় গাঁজাসহ ‘মাদক সম্রাট’ মনির গ্রেপ্তার
বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪



নওগাঁয় গাঁজাসহ ‘মাদক সম্রাট’ মনির গ্রেপ্তার

নওগাঁর বদলগাছীতে ৭২ কেজি গাঁজাসহ মনির হোসেন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। মনির হোসেনকে গ্রেপ্তারের সময় নগদ টাকা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নওগাঁ সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে এই কথা জানান র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কম্পানি অধিনায়ক শেখ সাদিক। এর আগে গতকাল রাতে উপজেলার চারমাথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির হোসেন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কুচরাই গ্রামের মুসলিমের ছেলে। মনির হোসেনকে গ্রেপ্তারের সময় প্রাইভেটকার চালক আলমগীর হোসেন (৪৪) পালিয়ে যায়।

সংবাদ সম্মেলনে শেখ সাদিক জানান, গ্রেপ্তার মনির হোসেন ও পলাতক আসামি আলমগীর চিহ্নিত পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলের মাদক সরবরাহ করছিল।

গতকাল তারা কুমিল্লা থেকে গাঁজা নিয়ে নওগাঁর উদ্দ্যেশে রওয়ানা হওয়ার সংবাদে বদলগাছী উপজেলার চারমাথায় গোয়েন্দা নজরদারি বাড়িয়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করা হয়। এ সময় তাদের প্রাইভেটকার থেকে ৭২ কেজি গাঁজাসহ ‘মাদক সম্রাট’ নামে পরিচিত মনিরকে প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়। এসময় চালক আলমগীর কৌশলে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, মনির প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির জানান, তারা দীর্ঘদিন যাবত কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাইভেটকারে করে গাঁজা সরবরাহ করতেন।
গ্রেপ্তার মনির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বদলগাছী থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:১২   ৫৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ফরিদপুরের চরভদ্রাসনে কৃতি স্কুল শিক্ষার্থীদেরকে মেধা বৃত্তি প্রদান
নারায়ণগঞ্জে মডেল গ্রুপে ঢাবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা
কাতার আমিরের এয়ার এম্বুলেন্সে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া
সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই : টুকু
মহান মে দিবস উপলক্ষ্যে ছায়া সংসদ বিতর্ক : শ্রমিক অধিকার সুরক্ষায় জোরালো বার্তা



আর্কাইভ