বুধবার, ২৪ মে ২০২৩

বেলকুচিতে উপজেলা পরিষদের হস্তান্তরিত দপ্তরের স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » বেলকুচিতে উপজেলা পরিষদের হস্তান্তরিত দপ্তরের স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত
বুধবার, ২৪ মে ২০২৩



বেলকুচিতে উপজেলা পরিষদের হস্তান্তরিত দপ্তরের স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন দিন ঘনিয়ে আসছে এতে শুরু হচ্ছে আলোচনা সমালোচনা, দেশের হালচাল উন্নয়ন  সর্বাঙ্গ দিক ফুটে উঠেছে নানা কর্ম কান্ডের সমাপ্তির মধ্যেদিয়ে। প্রতিটি অফিস দপ্তর ও প্রতিনিধিগনকে সব কিছুই মেইনটেইন করেই কাজ করতে হয়,তাই প্রতিনিধিদের প্রতিটি কাজের পিছে থাকে সমালোচনা আর সব কিছুই মোকাবেলা করেই করতে হয় প্রতিনিধিত্ব। আর এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের হস্তান্তরিত দপ্তর সমুহের স্থায়ী কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে ২৪শে মে বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের অফিস কক্ষে প্রতিনিধিদের নানা মুখি করনীয় ও বর্জনীয় বিষয় তুলে ধরে একে অপরের সাথে মতবিনিময় ও আলোচনা করেন।

উক্ত আলোচনা সভা বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রত্না হান্নান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন, বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, ধুকুরিয়াবেড়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, মৎস্য কর্ম কর্তা শামীম রেজা, সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিগন বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২৩:২৬:০২   ১০৯ বার পঠিত   #