নতুন আরেকটি বিশ্ববিদ্যালয় অনুমোদন

প্রথম পাতা » ছবি গ্যালারি » নতুন আরেকটি বিশ্ববিদ্যালয় অনুমোদন
সোমবার, ২২ মে ২০২৩



নতুন আরেকটি বিশ্ববিদ্যালয় অনুমোদন

নতুন আরেকটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কাদিরাবাদ’ নামের ওই বিশ্ববিদ্যালয়টি হবে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে। এটি পরিচালিত হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ১০ ধারা অনুযায়ী সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে বিশ্ববিদ্যালয়টি পরিচালনার সাময়িক অনুমতি দিয়ে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এ নিয়ে চলতি বছরে চারটি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়া হলো। নতুন বিশ্ববিদ্যালয়টি নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১১৩টিতে।

এর আগে, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, খুলনা’ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। এরপর ১১ ও ১৭ এপ্রিল ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ ও তিস্তা ইউনিভার্সিটি নামে দুটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয় সরকার।

বাংলাদেশ সময়: ১০:৩২:৩৭   ৮৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার



আর্কাইভ