পিরোজপুরে জাতীয় যুবদিবস উদযাপিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » পিরোজপুরে জাতীয় যুবদিবস উদযাপিত
বুধবার, ১ নভেম্বর ২০২৩



পিরোজপুরে জাতীয় যুবদিবস উদযাপিত

স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক প্রতিপাদ্য বিষয় নিয়ে পিরোজপুরে আজ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের নেতৃত্বে সকাল সোয়া ১০টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক অশোক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শফিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, নারী উদ্যোক্তা হোসনেয়ারা এবং শাহানাজ আক্তার। এসময় জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুবমহিলাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন- প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার সত্যিকার অর্থেই যুববান্ধব সরকার। জাতীয় যুবনীতি ২০১৭ প্রণয়ন করা হয়েছে ও বাস্তবায়ন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:১১   ৯০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


নির্বাচন সিস্টেমে আস্থা নেই মানুষের, কেন্দ্রে আনাই বড় চ‍্যালেঞ্জ: সিইসি
আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান : মির্জা ফখরুল
লোকসানে চলা স্থলবন্দরগুলো বন্ধ করে দেয়া হবে: নৌ পরিবহন উপদেষ্টা
এবার শ্রীলঙ্কা সিরিজ স্থগিত করতে যাচ্ছে ভারত
ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে: ঊষাতন তালুকদার



আর্কাইভ