সাংবাদিকদের ওপর চড়াও হলে যুবলীগ চুপ থাকবে না: পরশ

প্রথম পাতা » ছবি গ্যালারি » সাংবাদিকদের ওপর চড়াও হলে যুবলীগ চুপ থাকবে না: পরশ
শনিবার, ২৮ অক্টোবর ২০২৩



সাংবাদিকদের ওপর চড়াও হলে যুবলীগ চুপ থাকবে না: পরশ

বিএনপির সমাবেশ থেকে সাংবাদিকদের ওপর চড়াও হলে যুবলীগ চুপ থাকবে না বলে জানিয়েয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

পরশ বলেন, দেশের যে কোনো দুর্যোগ-দুর্বিপাকে সাংবাদিকরাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করে তা মানুষের সামনে তুলে ধরেন। তাদের পেশাগত দায়িত্ব পালনকালে কেউ তারে ওপর চড়াও হলে যুবলীগ চুপ থাকবে।

যারা নির্বাচন বানচালের চেষ্টায় লিপ্ত তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বাংলাদেশের যুবসমাজের অবস্থান পরিষ্কার, যারা নির্বাচন বানচালের চেষ্ট করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

যুবলীগের চেয়ারম্যান বলেন, প্রতিযোগিতামূলক নির্বাচন যুবলীগ ভয় করে না। বিএনপির সৎসাহস থাকলে নির্বাচনে অংশ নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করুক।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৫৩   ৫৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ফরিদপুরের চরভদ্রাসনে কৃতি স্কুল শিক্ষার্থীদেরকে মেধা বৃত্তি প্রদান
নারায়ণগঞ্জে মডেল গ্রুপে ঢাবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা
কাতার আমিরের এয়ার এম্বুলেন্সে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া
সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই : টুকু
মহান মে দিবস উপলক্ষ্যে ছায়া সংসদ বিতর্ক : শ্রমিক অধিকার সুরক্ষায় জোরালো বার্তা



আর্কাইভ