মাদক কারবারির পেট থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার!

প্রথম পাতা » চট্রগ্রাম » মাদক কারবারির পেট থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার!
বুধবার, ২৫ অক্টোবর ২০২৩



মাদক কারবারির পেট থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার!

নোয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে অলি উল্লাহ নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে তার দেয়া তথ্য অনুসারে পেট থেকে থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৯ নং ওর্য়াড থেকে মো.অলি উল্লাহ (৫১) নামে ঐ মাদক কারবারিকে আটক করা হয়। তিনি একই এলাকার মৃত ফজর আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, আসামি অলি উল্লাহকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় বিশেষ কায়দায় তার পেটের ভিতর ইয়াবা ট্যাবলেট রয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মাইজদী মা ও শিশু হাসপাতালে-এ এক্সরে রিপোর্টের মাধ্যমে তা শনাক্ত করা হলে পরে ডাক্তারের পরামর্শে তার পেটের ভিতর থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অলি উল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

বাংলাদেশ সময়: ১১:২৯:৫৬   ৫৭ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


প্রাথমিকে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে, বৃত্তিও চালু হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
চট্টগ্রামে সোয়া ৪ কোটি টাকার মদ ও বিয়ার উদ্ধার
খাল খনন কর্মসূচি বিএনপির রাজনীতির অন্যতম পিলার : আমীর খসরু
উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব
চট্টগ্রাম বন্দরকে ঘিরে উৎপাদন হাব, সক্ষমতা ৬ গুণ বাড়ানোর লক্ষ্য : প্রেস সচিব



আর্কাইভ