রাজধানীতে আবাসিক হোটেল থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারি » রাজধানীতে আবাসিক হোটেল থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩



রাজধানীতে আবাসিক হোটেল থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে আল মামুন ওরফে আরাফাত (১৮) নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল থানা পুলিশ কমলাপুরের জসিম উদ্দিন রোডের মাথায় সালিমার নামে আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করে। হোটেলটির ষষ্ঠ তলার ছাদে কর্মচারীদের ব্যবহৃত বাথরুমে ঝুলছিল মামুনের মরদেহ।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, গত ৭-৮ দিন পূর্বে আল মামুন ওই হোটেলে কাজে যোগ দেয়। হোটেলটির ষষ্ঠ তলার ছাদে একটি রুমে তারা কর্মচারীরা থাকতো। বুধবার রাতে ছাদে বাথরুমের ভেতর কাঠের আড়ার সাথে গামছা পেচিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান তার সহকর্মীরা। পরে থানায় খবর দিলে তার ঝুলন্ত অবস্থা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে বিস্তারিত কারণ জানার জন্য তদন্ত চলছে।

এদিকে মৃত আল মামুনের চাচা ইয়াসিন জানান, তাদের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানী থানার প্রত্যাশী গ্রামে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল বড়। মামুনের বাবার নাম আল আমিন হাওলাদার। বুধবার রাতে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমেই তিনি খবর পান, তার ভাতিজা আল মামুন হোটেলে গলায় ফাঁস দিয়েছে। তবে এর বেশি তিনি আর কিছুই জানেন না।

বাংলাদেশ সময়: ১১:০০:১০   ৭৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও বিসিটিআই পরিদর্শনে তথ্য উপদেষ্টা
উন্নয়নশীল দেশে উত্তরণে পুরোপুরি প্রস্তুত নয় বাংলাদেশ : প্রাণিসম্পদ উপদেষ্টা
ধমক দিয়ে নির্বাচনের যাত্রা থামানো যাবে না : ডা. জাহিদ



আর্কাইভ