রুপগঞ্জের সুমন হত্যায় আরও ২ সন্দিগ্ধ আসামি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারি » রুপগঞ্জের সুমন হত্যায় আরও ২ সন্দিগ্ধ আসামি গ্রেফতার
সোমবার, ২ অক্টোবর ২০২৩



রুপগঞ্জের সুমন হত্যায় আরও ২ সন্দিগ্ধ আসামি গ্রেফতার

রুপগঞ্জের আলোচিত রাজমিস্ত্রী সুমন হত্যাকাণ্ডের আরও ২ সন্দিগ্ধ পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (১ অক্টোবর) ঢাকার কামরাঙ্গীরচর থানার মাদবর বাজারস্থ আশ্রাফাবাদ রোড এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার আসামিরা হলেন কিশোরগঞ্জের নিকলীর ছাতিরচর গ্রামের রঙ্গু বেপারীর ছেলে আরমান (৩৫), এবং জালাল উদ্দিনের ছেলে সেতুল (২৯)।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা রুপগঞ্জের আলোচিত রাজমিস্ত্রী সুমন হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি। গত ১৮ সেপ্টেম্বর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে বরাব রসুলপুরের মৃত কালু মিয়ার ছেলে সুমন (৩৫) কে বাড়ী থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
এই ঘটনায় নিহতের মা মোছা. নার্গিস বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় আসামিদের হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য গত ২৬ সেপ্টেম্বর রাজমিস্ত্রী সুমন হত্যাকাণ্ডের ৩ পলাতক আসামিকে গ্রেফতার করে র‍্যাব। তারা হলেন রুপগঞ্জের বরাব এলাকার ফজলুল হকের ছেলে মো. হাসান (২৪), হুমায়ন কবিরের ছেলে সোহাগ (২৬), মৃত ইয়াদ আলীর ছেলে মো. রফিক (২৪)। এই নিয়ে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০৫:০২   ৭৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
নতুন সুখবরে ভাসছেন মেহজাবীন
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু বিএনপির শ্রমিক সমাবেশ
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২
মানবিক করিডোর দেয়ার আগে স্বাধীনতা-সার্বভৌমত্ব স্পষ্ট করুন : রিজভী



আর্কাইভ