
যত দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, তারা আবার সক্রিয় হচ্ছে। ফ্যাসিস্ট শক্তি আবারও জোটবদ্ধ হচ্ছে।
আজ শনিবার (১৯ জুলাই) জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচন দিয়ে পরিস্থিতি ঠিক করার দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের।‘
সুযোগ হারিয়ে ফেললে অনেক বছর পিছিয়ে যাবে দেশ- এমন আশঙ্কা প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, ‘সুযোগ হাতছাড়া করা যাবে না। রাজনৈতিক দলগুলো প্রমাণ করেছে সবাই দেশকে ভালোবাসে।’
মির্জা ফখরুল বলেন, সরকারের প্রতিটি পর্যায়ের যারা আছেন, তারা সব দলের কাছে গ্রহণযোগ্য একটি বন্দোবস্ত দেবেন, যাতে সবাই মিলে দেশ গড়তে সেই বন্দোবস্ত নিয়ে এগিয়ে যেতে পারে।
বাংলাদেশ সময়: ১৭:১৮:০০ ৫ বার পঠিত