ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিতের দাবি রিজভীর

প্রথম পাতা » ছবি গ্যালারি » ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিতের দাবি রিজভীর
রবিবার, ৮ জুন ২০২৫



ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিতের দাবি রিজভীর

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৮ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জুলাইয়ের আত্মত্যাগ ছিল গণতন্ত্র অবমুক্ত করার। কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের দুর্ভাগ্য, অবাধ নির্বাচন নিয়ে গড়িমসি হয়। ক্ষমতায় আসলেই সবাই তা চিরস্থায়ী করতে চান। অন্তর্বর্তীকালীন সরকারও এ ধারায় পড়েছে কিনা তাই প্রশ্ন।

‘সবার সমর্থন পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তারপরও টানাপোড়েনে রয়েছে গণতন্ত্র’, যোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, এপ্রিলে নির্বাচন হলে প্রচারণার সময় রমজান মাস চলবে। এতে মানুষ ভোগান্তিতে পড়বে। তাই এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করার দাবি জানাই। নাহলে এ সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৫৮   ৩২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জামায়াতকে একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর
চট্টগ্রাম বার দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে - শিল্প উপদেষ্টা
পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা
ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি সানাউল্লাহ
জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে : শেখ বশিরউদ্দীন



আর্কাইভ